১৫ আগস্ট, ২০২০ ১৭:০০

পাবনায় জাতীয় শোক দিবস পালিত

পাবনা প্রতিনিধি:

পাবনায় জাতীয় শোক দিবস পালিত

পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, পাবনা প্রেসক্লাব, পাবনা ড্রামা সাকেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। 

আজ শনিবার সকালে জেলা যুবলীগের উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বরে দুস্থদের মধ্যে খাদ্য ও গাছের চারা বিতরন করা হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো’র সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ অনেকে। 

এছাড়াও জেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবগ।  বেলা ১২টার দিকে পাবনা ড্রামা সাকেল এর সজনেতলা অফিসে এক সভাপতি ওহিদুল কাওয়ারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপিত বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। এছাড়াও বক্তব্য দেন এবিএম ফজলুর রহমান, উৎপল মিজা প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর