জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের চুনারুঘাটের পঞ্চাশ ও দেউন্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পঞ্চাশ গ্রামের আইয়ুব আলীর একটি গরু দেউন্দি গ্রামের মোশাহিদ মিয়ার জমিতে পড়ে যায়। মোশাহিদ মিয়া আইয়ুব আলীর গরুটি আটক করে বাড়ি দিকে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে আইয়ুব আলী ও তার স্বজনরা গরুটি ছাড়িয়ে আনতে মোশাহিদ মিয়া কাছে যান।
এ সময় আইয়ুব আলী ও মোশাহিদ মিয়ার মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মাতব্বররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে তৈয়ব আলী, তার ছেলে রুহুল আমিন, ছগির হোসেন, বিলাল মিয়া ও মোশাহিদ মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর