সন্ত্রাস, মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে গণসচেতনতা এবং গণপরিবহনের ৬০% বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের বাজার স্টেশনে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন।
মাওঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মহিবুল্লাহ, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও যুব নেতা হাবিবুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন