৪৫তম জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টায় পরিষদ চত্বরে ফলজ গাছ রোপণ করেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম, উজ্জল বসু, পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ, সদস্য জেড আই বাবুল মিয়া, অ্যাডভোকেট বশিরুল আলম, মোসাররফ হোসেন, মিজানুর রহমান, ফিরোজ শিকদার, আসলাম মিয়া, ছালমা জাহান, সৈয়দ ফজলুর রহমান, শফিকুল ইসলামসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, এ কর্মসূচির আওতায় জেলা পরিষদের রাস্তার দুই পাশ, পতিত জমি ও বিভিন্ন উপজেলার ডাকবাংলো এলাকায় পর্যায়ক্রমে এ মাসের মধ্যেই বৃক্ষরোপণ করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ