কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তে মাদক পাচার এবং মাদক পাচারকারীদের হামলায় এক যুবক আহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর তিনটায় উপজেলার বাঁশজানী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কবির হোসেন, ওয়াহেদ আলী ও মাদক ব্যবসায়ীদের হামলার শিকার ফরিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বাঁশজানী সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধের দাবী জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাঁশজানী নাওডোর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জবান আলীর ছেলে রশিদুল ইসলাম (২৫) সহ তার সহযোগী কয়েকজন বাঁশজানী সীমান্তের ৯৭৭ নং এর ৭এস পিলারের কাঁটাতারের বেড়া না থাকায় ভারত থেকে গাঁজা ও ফেন্সিডিল পাচার করার সময়ে ভারতীয় বিএসএফ সদস্যরা ধাওয়া করে। পরে তাদের বহনকৃত মাদকদ্রব্য সাইফুর রহমানের ছেলে ফরিদুল ইসলামের বাড়ির পিছনে রেখে তারা সটকে পড়ে।
বিএসএফ চলে যাওয়ার পর ফরিদুল মাদক ব্যবসায়ীদের মাদক পাচার এবং তার বাড়ির পিছনে মাদক রাখতে নিষেধ করেন। এ কারণে ওইদিন বাঁশজানী বাজারে যাওয়ার পথে মাদক ব্যবসায়ীরা ফরিদুলকে অতর্কিত হামলা করলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ঘটনার পর পুলিশের পরিদর্শকসহ দুইজনকে পাঠিয়েছি এবং খুব দ্রুত সময়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ আবু জাফর