নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নে মেঘনার ভাঙনে লক্ষাধিক মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার একর কৃষিজমি ও শত শত পরিবারের বসতভিটা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এলাকার একমাত্র আশ্রয়কেন্দ্রটিও ভাঙনের হুমকিতে রয়েছে এবং ভেঙে ফেলার প্রস্তুতি চলছে।
এ অবস্থায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চর ক্লার্ক ইউনিয়নের কাটাখালী ঘাট এলাকায় এলাকাবাসী ও স্থানীয় জামায়াতে ইসলামী একটি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ মাহমুদ এবং নোয়াখালী জেলা জামায়াতে ইসলামের আমির ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী ইসহাক খন্দকার। তারা অবিলম্বে মেঘনার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল