মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল কিশোরগঞ্জে উন্মোচন করা হয়েছে। শহরের কালীবাড়ি সড়কে নরসুন্দা নদীর তীর ঘেঁষে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ম্যুরালটি নির্মাণ করা হয়।
আজ বুধবার দুপুরে ম্যুরালটি উন্মোচন করেন কিশোগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সানোয়ার হোসেন রুবেল ও সাজ্জাদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে (ম্যুরাল) ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
জেলা পরিষদের অর্থায়নে কিশোরগঞ্জ পৌরসভা এ কাজটি বাস্তবায়ন করেছে। সাত ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থবিশিষ্ট ম্যুরালটি নির্মাণে ব্যয় হয়েছে ১২ লাখ টাকা। ম্যুরালটি ভাস্কর হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা গ্রামের শিল্পী সাইমন আহমেদ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ