পাবনার আতাইকুলায় ছোট বোনের জন্মদিনের উৎসবে বিষাক্ত মদপানে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্ররা হলো, সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়ার নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০)। নিহত দুইজন একে অপরের বন্ধু।
শুক্রবার ভোর রাতে জেলার সাঁথিয়া উপজেলার বনগ্রাম সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার ওই এলাকার সুবাস সাহার মেয়ে ও নিহত আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে বহস্পতিবার দিবাগত রাত ১২টায় ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের কেক কাটার উৎসব শেষে রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু অন্য রুমে এক সাথে ঘুমাতে যায়। নিজ রুমে রাতে উভয়ই বিষাক্ত মদ পান করে। এক পর্যায়ে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন বুঝতে পেরে তাদের উদ্ধার করে রাত তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তারা দুইজনই মারা যায়।
নিহত আকাশ পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র ও শুভ ঢাকা স্টামফোর্ড কলেজের ছাত্র ছিল।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রুম থেকে মদ খাওয়ার বিভিন্ন আলামত পেয়েছে। আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছি এই মদের উৎস কোথায়, কারা এসবের সাথে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন