বরিশালে গুম প্রতিরোধ দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় বরিশাল নগরী থেকে থেকে গুম হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের শান্তনা দেয় মহানগর বিএনপি। নেতৃবৃন্দ কালু ও মিরাজের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের শান্তনা দেন মহানগর বিএনপি নেতারা।
শান্তনা প্রদানকালে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় নিখোঁজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের সন্ধানের দাবি করেন তারা।
২০১২ সালের ২০ জুন নগরীর কলেজ রোড়ের বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক কালু ও মিরাজকে আটক করে সাদা মাইক্রোবাসে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন সন্ধান পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আল আমীন