কক্সবাজারে খুরশকুল আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। রবিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার, ডিপিএইচই-এর নির্বাহী প্রকৌশলী ঋত্ত্বিক চৌধুরী ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুয়ায়ী খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পকে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের পাশাপাশি এটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে।
এর আগে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাঁকখালী নদীর উপর নির্মিত ৫৯৫ মিটার দীর্ঘ কক্সবাজার-খুরুশকুল সংযোগ ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই