দিনাজপুরের বীরগঞ্জের ‘গোধুলী বৃদ্ধাশ্রমে’ আশ্রায়িত বৃদ্ধাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউপি রসুলপুর গোধুলী বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
পরে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ‘‘গোধুলী বৃদ্ধাশ্রমে’’ আশ্রায়িত বৃদ্ধাদের শারিরীক খোঁজ-খবর নেন ও তাদের নিয়ে এক সাথে দুপুরের খাবার খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, কাহারোল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়সা আক্তার বৃষ্টি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার