সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নম্বর ওয়ার্ডে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি।
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া পূর্ব মুনল্যাক্স গার্মেন্টস এর পেছন থেকে গাঁজাসহ শ্যামল (২২) নামে ওই যুবককে হাতেনাতে ধরা হয়।
শ্যামল সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পের বোরহানের ছেলে। তার গতিবিধি সন্দেহজনক হলে মতিউর রহমান মতি তাকে তল্লাশি করে গাঁজা পান।
পরে পুলিশকে ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কাজল আটক ব্যক্তিকে থানায় নিয়ে যান। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি বলেন, মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পেতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রথমে নিজের ঘরকে মাদক মুক্ত করতে হবে। আর এটা সম্ভব হলে সমাজ, জাতি ও দেশ মাদক মুক্ত হবে। মাদক নির্মূলে এটাই হলো আমাদের প্রথম করণীয় কাজ। মাদকসেবী সৃষ্টি না হলে মাদক ব্যবসায়ীরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এমআই