নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির ছাদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পাইনাদী নতুন মহল্লায় হাবিবুল্লাহ হবুলের মালিকানাধীন কলসী বিল্ডিংয়ের ৫ তলা ভবনের ছাদে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দায়িত্বে থাকা ইব্রাহিম ও শাহজাহান নামে দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, নিহত ওই যুবককে আগে কখনও এ এলাকায় দেখেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল চন্দ্র মজুমদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ