অতিরিক্ত মূল্যে পিয়াজ বিক্রির দায়ে মানিকগঞ্জে তিন পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটবাউর এলাকার পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বাড়তি দামে পিয়াজ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটবাউর এলাকার পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়তি দামে পিয়াজ বিক্রয়ের দায়ে ভাটবাউর পাইকারি আড়তের আশরাফ পিয়াজ ঘর ও সাইদ পিয়াজ ঘরকে দুই হাজার করে এবং মূল্য তালিকা না থাকায় মোহর ভান্ডারি পিয়াজ ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত