টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নাল্লাপাড়ায় এলেংজানী নদীতে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলার ফাজিলহাটি, এলাসিন ও আটিয়া ইনিয়নবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে সকল বয়সী হাজারো নারী-পুরুষ ভিড় জমায় নদীর দুই পাড়ে।
প্রতিযোগিতায় নাগরপুর উপজেলার সুলতান মিয়ার ৬৫ হাত বাইচের নৌকা প্রথম স্থান অধিকার করে।
একটা সময় নৌকা বাইচ ছিল গ্রাম-বাংলার মানুষের বিনোদনের অন্যতম অংশ। আধুনিক নাগরিক সভ্যতার কারণে প্রায়ই কমে যাচ্ছে নৌকা বাইচের আয়োজন।
হারানো এই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং করোনা-বন্যা ও নদী ভাঙনে বিপর্যস্ত মানুষের বিনোদনের জন্য আয়োজন করা হয় নৌকা বাইচের।
আশপাশের বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ নৌকা বাইচ দেখতে আসেন।
কেউ কেউ নৌকা ভাড়া করে পরিবার-পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে অবস্থান নেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে সুসজ্জিত নৌকা আর রঙ বে-রঙের বাহারি পোশাক পরে এই প্রতিযোগিতায় অংশ নেন মাঝি-মাল্লারা।
বিডি প্রতিদিন/এমআই