১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৪

টানা বর্ষণে দিনাজপুরে জলাবদ্ধতা, দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

টানা বর্ষণে দিনাজপুরে জলাবদ্ধতা, দুর্ভোগ

তিনদিনের অবিরাম বর্ষণে দিনাজপুর পৌরসভার উপশহরসহ খোদমাধবপুর মিস্ত্রিপাড়াসহ কয়েক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনের ও রাস্তার পানি একাকার হয়ে গেছে। দুর্ভোগে পড়ে মানুষ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকদের আমন ধানের ক্ষেত। 

উপশহর খোদমাধবপুর মিস্ত্রিপাড়ার কৃষক আবু বকর সিদ্দিক জানান, পানি নিষ্কাশনের জন্য পুলহাট খোয়ারের পুল কাউলের মিলের পাশ দিয়ে একটি ড্রেন ছিল। ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় টানা বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। 

চাষী মুন্না বলেন, আমরা এই সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরকে জানিয়েছে। কিন্তু ড্রেনটির সমাধান দিতে পারেনি। তাই একটু বৃষ্টি হলেই আমাদের জলাবদ্ধতার মধ্যে পড়তে হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর