মধুপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসবিড বকনা গরু বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জলছত্র ফুটবল মাঠে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আতাউর রহমান চৌধুরী।
মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো হারুনর রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. অসীম কুমার দাস, মধুপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ও ইউপি সদস্য রঞ্জিত নকরেক প্রমুখ।
এর আগে জলছত্র ট্রাক ড্রাইভার’স শ্রমিক ইউনিয়নে এ বিষয়ে এক আলোচনা সভা শেষে উপজেলার শোলাকুড়ি, ফুলবাগচালা, অরণখোলা, কুড়াগাছা ও বেরীবাইদ ইউনিয়নের ৬০ জন সুবিধাভোগীদের মাঝে গরু বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        