শিরোনাম
২১ সেপ্টেম্বর, ২০২০ ১৬:১১

কুমিল্লায় টাইলস ছিনতাই চেষ্টার অভিযোগে একজনকে আটক

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় টাইলস ছিনতাই চেষ্টার অভিযোগে একজনকে আটক

কুমিল্লায় টাইলস ছিনতাই চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছিনতাইকারীর নাম রিপন (২৯)। তিনি সদর দক্ষিণের দাফারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পাওয়া ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি ট্রাকের ড্রাইভার।

জানা গেছে, রবিবার মধ্যরাতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানাধীন কোটবাড়ী এলাকায় একটি টাইলসের পিকআপ যান্ত্রিক সমস্যার কারণে আটকে যায়। এ সুযোগে তিন ছিনতাইকারী টাইলস ছিনিয়ে নেওয়ার জন্য ড্রাইভার ও হেলপারকে আক্রমণ করে। বিষয়টি হাইওয়েতে টহলরত পুলিশের নজরে পড়লে তারা ছিনতাইকারীদের ধাওয়া করে। 

এসময় ছিনতাইকারীরা ধান ক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ১৫ মিনিটের চেষ্টায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পিকআপের মালিক নজরুল ইসলাম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর