২১ সেপ্টেম্বর, ২০২০ ১৯:১৩

বাল্য বিয়ে রুখে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাল্য বিয়ে রুখে দিল পুলিশ

বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রত্নাগাড়ী গ্রামে আজ সোমবার বিকালে বাল্য বিয়ে রুখে দিল থানা পুলিশ। 

জানা যায়, কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রত্নাগাড়ী গ্রামের আজিম উদ্দিনের স্কুল পড়ুয়া কন্যা আরফিন খাতুন (১২)-এর সাথে একই উপজেলার মাল্লা ইউনিয়নের সাবানপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র লাজিম ইসলাম (১৬)-এর সাথে বিয়ের প্রস্তুতি নেয়া হয়। 

বিয়ের সংবাদ পেয়ে বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলামের সার্বিক দিক-নির্দেশে কাহালু থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা এস আই গুলবাহার খাতুন, এ এস আই মাসুদ রানা ও নারী কনস্টেবল সুবর্ণা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত হয়ে বাল্য বিয়ের কুফল ও আইন সম্পর্কে উপস্থিত সকলকে অবহতি করেন এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর নেওয়া হয়।

বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, বাল্য বিয়ে  বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর নেওয়া হয়েছে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর