রাজবাড়ীর পাংশা থানার কুড়াপাড়া এলাকা থেকে মিজানুর রহমান রিপন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ও পাংশা মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি, রামদা, হাতুরি ও লোহার রড ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রিপন পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের মো. আওয়াল হোসেনের ছেলে।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. ওমর শরীফ বলেন, বেশ কিছুদিন ধরে তাদের কাছে তথ্য আসছিল রিপন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। পুলিশ সেই বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আটক করে। এ সময় সন্ত্রাসী রিপনের বসতবাড়ী থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি, রামদা, হাতুরি, লোহার রডসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় অন্য আসামি মনোয়ার হোসেন জনিকে আটকের চেষ্টা করা হলে তিনি কৌশলে পালিয়ে যান।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মনোয়ার হোসেন জনিকে পলাতক আসামি হিসাবে অন্তভূক্ত করে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল