২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০১

চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অস্থায়ী মিটারপাঠক ও বিল বিতরণকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জেলা কালেক্টরেটের সামনে আজ দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫-৩০ বছর ধরে তারা সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাত্র ৬-১০ হাজার টাকা বেতনে তারা কাজ করছেন। অথচ পল্লী বিদ্যুৎ সমিতির একই পদে কর্মচারীদেরকে মাসে ২৫-৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়। বাড়ি বাড়ি ঘুরে পিচরেইট মিটারপাঠকরা সিস্টেম লেস হ্রাস ও রাজস্ব আদায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরপরও তারা অবহেলিত। তারা যোগ্যতা অনুযায়ী যে কোন পদে নিয়োগ দানেরও দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিউবো পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ মিথুন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর