২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪০

পিতার স্বীকৃতির দাবিতে করা মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

পিতার স্বীকৃতির দাবিতে করা মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড

মাদারীপুরে এক শ্রবণ প্রতিবন্ধীর পিতার স্বীকৃতির দাবিতে করা একটি মামলায় আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই আদেশ দেন বলে জানিয়েছেন মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ।

মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ জানিয়েছেন, দীর্ঘ ২০ বছর ধরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল। মামলার আসামি শামসুল হক মামলাটি দীর্ঘায়িত করার জন্য নানা ধরনের চেষ্টা করে আসছিল। কিন্তু বিজ্ঞ আদালত মামলাটি দীর্ঘ শুনানি শেষে আজ আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন।

জরিামানার টাকা বাদী অজুফা বিবিকে ৫ লাখ ও ভিকটিম হাওয়া বিবিকে ৫ লাখ টাকা প্রদানের নির্দেশ দিয়েছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর