কুমিল্লার লাকসামে পুত্রবধূর সঙ্গে অভিমান করে বিষপান করে শাশুড়ি সাজেদা বেগম (৫৬) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাজেদা বেগম ওই গ্রামের প্রবাসী দুলালের স্ত্রী।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নৈরপাড় গ্রামের প্রবাসী দুলাল মিয়ার ছেলে জালাল মিয়ার স্ত্রী সালমা আক্তার তার ছেলেকে শুক্রবার রাতে মারধর করে। এতে শাশুড়ি সাজেদা বেগম বাধা দেয়। বিষয়টি নিয়ে পুত্রবধূর সাথে শাশুড়ির ঝগড়া বাঁধে। শাশুড়ি সাজেদা বেগম অপমান সহ্য করতে না পেরে ঘরে গিয়ে অভিমানে কীটনাশক ওষুধ (বিষ) পান করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর