২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৪

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বগুড়ায় চিত্রপ্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বগুড়ায় চিত্রপ্রদর্শনী শুরু

চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু

বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কাটা হয়েছে। কেক কাটার পর প্রধানমন্ত্রীর অর্ধশতাধিক ছবি নিয়ে জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনা’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সোমবার দুপুরে বগুড়ার নামাজগড়স্থ শুকরা কমিউনিটি সেন্টারে সমাজসেবক আব্দুল মান্নান আকন্দের সহযোগিতায় ও চিত্রশিল্পী প্রণব সরকারের এই প্রদর্শনীর শুরুতেই দর্শনার্থীদের ভিড় দেখা যায়। চিত্রকর্ম প্রদর্শনী চলবে ২৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
 
চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিস্ময়কর উন্নয়নের দেশ। তৃতীয় বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের কাছে বাংলাদেশ হলো উন্নয়নের রোলমডেল। সমস্ত দুর্যোগকালীন সময়ে শেখ হাসিনার নেতৃত্ব আজ সারা বিশ্বে প্রশংসিত। বৈশ্বিক উষ্ণতা, করোনাকালীন মহাদুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ মোকাবিলা করেছে তাতে সারাবিশ্ব হতবাক হয়েছে। বাংলাদেশের মানুষের সৌভাগ্য তারা শেখ হাসিনার মতো এরকম সাহসী নেত্রী পেয়েছে। 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম মন্টু, আবু সেলিম, এম এ বাছেদ, সাগর কুমার রায়, শাহাদৎ আলম ঝুনু, আব্দুল মান্নান আকন্দ, রুহুল মোমিন তারিক, মাশরাফী হিরো, শিল্পী প্রণব সরকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শাহীন। সভা পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা কামরুল হুদা উজ্জ্বল। আলোচনা সভার শুরুতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ পাউন্ড কেক কাটেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর