নীলফামারীর ডোমারে নদীতে গোসল করতে নেমে রাবেয়া খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের খানাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাবেয়া একই এলাকার তছলিম উদ্দিনের মেয়ে এবং সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
নিহতের দাদু মাহাতাব উদ্দিন জানান, দুপুরে নাতনি রাবেয়াসহ আরও কয়েকজন বাড়ির পাশে শাহ কলোন্দর নদীতে গোসল করতে নামে। তখন রাবেয়া খাতুন ডুবে যায়।
বান্ধবীদের চিৎকারে বিষয়টি জানার পর স্থানীয়রা তাকে খুঁজে একপর্যায়ে গোসল করার স্থান থেকে আধা কিলোমটার মিটার দূরে খানাবাড়ী ঈদগাহ ময়দান সংলগ্ন নদীর বাকের স্থান থেকে মরদেহ উদ্ধার করে।
হরিনচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ