শিশু-কিশোরদের হাতে দামি ফোন ও অভিভাবকদের উদাসীনতায় সমাজে চুরি, ছিনতাই, মাদক, ধর্ষণসহ নানা অপরাধ বাড়ছে।' বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় এমন অভিযোগ তুলেছেন বক্তারা।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে দেশব্যাপী সমাবেশের অংশ হিসেবে শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা। বেলা ১১টায় থানার ওসি মো. মনিরুল ইসলাম সদর ইউনিয়ন পরিষদের সভায় অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাহমুদ আলী।
অন্যদের মধ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, মিনারা বেগম ও জাহাঙ্গীর হোসেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ