২০ অক্টোবর, ২০২০ ১৩:৫০

বগুড়ায় ‘অদ্ভুত’ আকৃতির শিশুর জন্ম, চার ঘণ্টা পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ‘অদ্ভুত’ আকৃতির শিশুর জন্ম, চার ঘণ্টা পর মৃত্যু

বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জন্ম নেওয়া `অদ্ভুত' আকৃতির এক শিশু মারা গেছে। সোমবার রাতে জন্ম নেওয়া শিশুটির কোমর থেকে নিচের অংশ জোড়া লাগানো। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যায়নি। 

চিকিৎসকরা জানিয়েছেন, শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আকতার সন্তান প্রসবের জন্য সোমবার বিকালে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ৭টার দিকে কোনও অপারেশন ছাড়া স্বাভাবিকভাবে তিনি ওই শিশুটির জন্ম দেন। জন্মের পর দেখা যায়, কোমরের নিচ থেকে শিশুটির দুই পা একসঙ্গে জোড়া লাগানো এবং তার পায়খানা ও প্রসাবের কোনও অঙ্গ নেই শরীরে।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনার পরিদর্শক ডা. শাহবাজ আজমাইন জানান, শিশুটির জন্মের পর দুই পা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় ছিল। কোমর থেকে নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শিশুর শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছিল। শিশুটি জন্মের সাড়ে ৪ ঘণ্টা পর মৃত্যুবরণ করে বলেও জানান এই চিকিৎসক। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর