২০ অক্টোবর, ২০২০ ২০:১৫

লালপুরে ৫ রাউন্ড শর্টগানের গুলিসহ আটক ১

নাটোর প্রতিনিধি

লালপুরে ৫ রাউন্ড শর্টগানের গুলিসহ আটক ১

নাটোরের লালপুরে ৫ রাউন্ড শর্টগানের গুলিসহ আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটক আব্দুলমান্নান উপজেলার বিলমাড়ীয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিলমাড়িয়ার কামারের মোড় এলাকায় অস্ত্র কেনা-বেচার প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় লালপুর থানা পুলিশ। এ সময় মান্নানকে আটক করে তার দেহ তল্লাশি করে ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে পুলিশ। 

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর