২১ অক্টোবর, ২০২০ ০৬:৩৫

গাজীপুরের কালীগঞ্জ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলাম অলি বিজয়ী হয়েছেন। ১২ হাজার ৭৫৪ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন তিনি। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: সিরাজ মিয়া চশমা প্রতীকে ৫ হাজার ৯০১ ভোট পেয়েছেন। বিএনপির সমর্থিত প্রার্থী মো: রহিম সরকার ধানের শীষ প্রতীকে ৮৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া বাকি তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মামুন ঘোড়া প্রতীকে ২৩৫ ভোট, মো. মোজাম্মেল হক কাকন মোটরসাইকেল প্রতীকে ১৭৩ ভোট, মো. মুজিবুর রহমান আনারস প্রতীকে ১৪০ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল ইসলাম অলিকে বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে, নাগরী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩০ হাজার ৮৭ জন ভোটারের ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এদের মধ্যে ১৫ হাজার ১৭৯ জন পুরুষ ও ১৪ হাজার ৯০৮ জন নারী ভোটার।

একই সঙ্গে এদিন মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ফুটবল প্রতীকের মো: শরিফ হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর