২১ অক্টোবর, ২০২০ ১৪:৩৬

লালমনিরহাটে জাল ভোট, ২ জনের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে জাল ভোট, ২ জনের কারাদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে দুইজনের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে তাদের গড্ডিমারী ইউনিয়নের লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গড্ডিমারী এলাকার বাহার উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও মোকছেদুল রহমানের পুত্র সিরাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, গড্ডিমারী ইউনিয়নের লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালিন সময় ভোটারের কাছ থেকে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট প্রদান করেন তারা। ওই সময় সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা পুলিশকে খবর দিলে তাদের হাতে নাতে আটক করেন।

এসময় তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তারা নৌকার প্রার্থীর কর্মী বলে দাবি করেন। পরে সবকিছু যাচাই করে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাদান করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, তাদের দুইজনকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর