২১ অক্টোবর, ২০২০ ১৫:৪৭

টাঙ্গাইলে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লিফলেট বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লিফলেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মহাসড়কে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আজ বুধবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জনসাধারণ, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনতার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে। 

এছাড়াও মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নচিমন, করিমন, ইজিবাইক ও রিকশা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর