২১ অক্টোবর, ২০২০ ১৯:০১

ঝিনুক তুলতে গিয়ে মৃত্যু, ১৯ ঘণ্টার পর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

ঝিনুক তুলতে গিয়ে মৃত্যু, ১৯ ঘণ্টার পর লাশ উদ্ধার

দিনাজপুরের কাঁকড়া নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর কৃষ্ণ রায় (২৫) নামে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর ফায়ার সার্ভিস। 

চিরিরবন্দর উপজেলার কারেন্টের-হাট বাজারের সামনে রেলব্রিজের পাশে ঘটনাটি ঘটেছে।

কৃষ্ণ রায় (২৫) চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল গ্রামের ষষ্টি রায়ের ছেলে। 

স্থানীয়রা জানায়, কৃষ্ণ রায় মঙ্গলবার বিকেলে কাঁকড়া নদীতে ঝিনুক তুলতে গিয়েছিল। বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। বুধবার সকালে চিরিরবন্দর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও তাদের একটি ডুবুরি দল নদীর সেই ঝিনুক তোলার স্থান থেকে কৃষ্ণের মৃতদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সারোয়ার হোসেন জানায়, বুধবার সকালে খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করি। তবে অনেক আগেই কৃষ্ণ পানিতে তলিয়ে মারা গেছে। ডুবুরি দল নদীর সেই ঝিনুক তোলার স্থান থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর