২৩ অক্টোবর, ২০২০ ২২:৩৫

দুর্গা পূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে পণ্য আনা-নেয়া বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

দুর্গা পূজা উপলক্ষে সোনাহাট 
স্থলবন্দরে পণ্য আনা-নেয়া বন্ধ

দুর্গা পূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত সোনাহাট স্থলবন্দর চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ চার দিন সোনাহাট স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সে অনুযায়ী আগামী বুধবার বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে বন্দর সূত্রে জানা যায়।
শুক্রবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে এ চার দিন স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল। 

তিনি জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের বিপরীত দিকে ভারতের গোলকগঞ্জ স্থলবন্দরের ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে পূজা উপলক্ষে এ ৪ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও তিনি বলেন,বন্দরের কাস্টম-রাজস্ব বিভাগ ও সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের স্থানীয় সহকারী পরিচালককে আমদানি-রফতানি চার দিন বন্ধ রাখার বিষয়টি চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।   

বিডি প্রতিদিন/আল আমীন  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর