২৪ অক্টোবর, ২০২০ ১৪:৪৮

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে নুরুল আমিন (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শারিফপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে জামালপুর-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরুল আমিন দীর্ঘদিন যাবৎ জামালপুর শহরের শাহপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। তিনি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী  ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলস্টেশন থেকে যাত্রাবিরতি শেষে সকাল ৮টার দিকে শরিফপুর এলাকা অতিক্রম করছিল। সেসময় ভাঙারি ব্যবসায়ী অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর