২৫ অক্টোবর, ২০২০ ১৮:২০

নাঙ্গলকোটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

লাকসাম প্রতিনিধি

নাঙ্গলকোটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুর থেকে নাছিমা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের আইটপাড়া গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, আইটপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক রফিকুল ইসলাম স্ত্রী প্রয়োজনীয় জিনিসপত্র ধোয়ার জন্য পুকুরে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যান। সামান্য সময়ের ব্যবধানে তিনি মারা গেলে এলাকার লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। 

খবর পেয়ে নাঙ্গলকোট থানার এসআই মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহতের পরিবার জানায়, দাম্পত্য জীবনে নাছিমা বেগমের ২ বছর বয়সী ছেলে রয়েছে। তিনি কয়েকবছর থেকে মৃগী রোগে ভুগছিলেন। এর আগেও তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে একাধিকবার পুকুরে পড়ে যান। তখন ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান।  

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর