জামালপুরের মেলান্দহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নাগরিকদের অবহিতকরণের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেলান্দহ পৌরসভা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. শফিক জাহেদী রবিন।
সংবাদ সম্মেলনে ১নং প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম, পৌরসভার সচিব মো. শরীফুল ইসলাম, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মো. মাকসুদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর মেয়র বলেন, তার মেয়াদকালে তিনি পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সংস্কার ও নির্মাণ, সড়কবাতি স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসনে টারসিয়ারি ড্রেন, সেকেন্ডারি আরসিসি ড্রেন, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার সংস্কার ও উন্নয়ন, গভীর ও অগভীর নলকূপ স্থাপনের পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতায় অনেক অসহায় দরিদ্রকে সহায়তা করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
 
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        