২৮ অক্টোবর, ২০২০ ১৯:৩৮

হিজলার মেঘনায় পুলিশের ওপর হামলা, আটক ৩ জেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

হিজলার মেঘনায় পুলিশের ওপর হামলা, আটক ৩ জেলে

বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা করতে গিয়ে তৃতীয় দফায় হামলার শিকার হয়েছে নৌ-পুলিশ সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত মধ্য রাতে হিজলার গৌরবদী ইউনিয়নের অন্তরবাম পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। জেলেদের হামলায় নৌ-পুলিশ পরিদর্শক মো. আবু তাহের নদীতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করে নৌ-পুলিশ। এরা হলো মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াকুব বাঘা, মুহাম্মদ আলী বাঘা ও মো. জহিরুল ইসলাম।

আটক ৩ জেলেসহ তাদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হিজলা নৌ থানার ওসি মো. বেলাল হোসেন। 

এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মেঘনার আবুপুর পয়েন্টে নৌ পুলিশের উপর হামলা চালায় জেলেরা। হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়। আত্মরক্ষার্থে নৌ পুলিশ সদস্যরা ৪ রাউন্ড গুলি করে। ওই ঘটনায়ও নৌ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত জেলেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

গত ১৫ অক্টোবর মধ্যরাতে হিজলা সংলগ্ন মেঘনার অন্তরবাম পয়েন্টে জেলেদের হামলায় নৌ পুলিশের আরও দুই সদস্য আহত হয়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর