৩০ অক্টোবর, ২০২০ ১৬:২৪

ঠাকুরগাঁওয়ে নদী ভাঙনে হুমকির মুখে ৫ শতাধিক পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ে নদী ভাঙনে হুমকির মুখে ৫ শতাধিক পরিবার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর ভাঙনে হুমকির  মুখে পড়েছে কোষাবন্দর গ্রামের পাঁচ শতাধিক পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ভাঙনে কোষাবন্দর গ্রামের পাঁচ শতাধিক পরিবার হুমকির মধ্যে রয়েছে। চলাচলের রাস্তা, গাছপালা, বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু বসতভিটা এরই মধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। 

স্থানীয়রা জানান, নদী ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কেউ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এবারের বন্যায় তিন জনের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙনের ফলে কেউ মারা গেলে লাশ নিয়ে এলাকাবাসী কবর স্থানে যেতে পারে না। দুই কি.মি ঘুরে যেতে হয়। তারা আরও বলেন, জন প্রতিনিধি, সরকারি দপ্তরসহ বিভিন্ন স্থানে ঘুরেছি কিন্তু কোন কাজ হয় না। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, প্রতি বছরই বর্ষায় নদীর পাড় ভাঙে। এরই মধ্যে এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তা, গাছপালা, কয়েকটা বাড়ি নদীতে মিশে গেছে। বর্তমানে বৃষ্টি হলেই এলাকাবাসী আতঙ্কে থাকে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড, উপজেলা, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। 
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উপজেলার কোষাবন্দরসহ টাঙ্গন নদীর তীর রক্ষায় চারটি প্রকল্প প্রস্তুত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর