৩১ অক্টোবর, ২০২০ ১৮:৫৮

নীলফামারীতে পাখি শিকার করায় ৩ জনকে ৩ দিনের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পাখি শিকার করায় ৩ জনকে ৩ দিনের কারাদণ্ড

নীলফামারীর ডোমারে বন্যপাখি শিকারের অপরাধে তিনজনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের দেওনাই নদীর ধারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড প্রদান করেন।

শনিবার সকালে তিনজন শিকারী গ্রামের বিভিন্ন এলাকা থেকে বণ্যপ্রাণী শিকার করছে এমন সংবাদ পেয়ে ডোমার বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মচারীগণ তাদের বোড়াগাড়ী দেওনাই নদীর ধার থেকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫টি বক ও ৬টি ডহুক পাখি উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বণ্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের ধারা মোতাবেক তিন শিকারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়। 

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়ী ডাঙ্গা এলাকার মৃত কাল্টু মামুদের ছেলে ইউনুছ আলী ও তার ছেলে মহসীন আলী এবং সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পাটাকাটা গ্রামের শহীদ ইসলামের ছেলে আনোয়ার হোসেন সাগর।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হয়। 
                                                 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর