নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতলা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্টপুর এমএইচ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।
আজ শনিবার নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক জহুরুল মাস্টার, আদর কমিশনার, আলেকজান্ডার, বুড়ইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ভাটরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আল হেলাল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ মাসুদ, ভাটগ্রাম বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম, বিভিন্ন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, হাসেম মেম্বার প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত