সিলেটের বিশ^নাথ উপজেলার টেংরা (দাসপাড়া) গ্রামের বৃদ্ধ যতিন্দ্র কুমার দাসের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে টেংরা গ্রামের বটেরতল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অলংকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমানের সভাপতিত্বে ও টেংরা ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আমিনুল কবির মিনহাজের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান, সোসাইটির উপদেষ্টা মজিরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, মাস্টার রিপন দাস, টেংরা সোসাইটির সিনিয়র সদস্য রুহেল উদ্দিন।
প্রসঙ্গত, নিখোঁজের চার দিন পর গ্রামের পার্শ্ববর্তী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় যতিন চন্দ্র দাসের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হলে দীর্ঘ দিনেও খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/আল আমীন