নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজারের হক মার্কেটে আগুনে পুড়ে ৯টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তোভোগীদের। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বপন জানান, মার্কেটের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে মার্কেটে পড়লে আগুনের সূত্রপাত ঘটে। আগুন খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের ব্যবসায়ী ও লোকজন ছুঁটে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। খবর পেয়ে চৌমুহনী ও কোম্পানীগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও হক মার্কেটের ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, চৌমুহনী ও কোম্পানীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/হিমেল