রংপুরের মিঠাপুকুরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠিয়েছে। নিহতের নাম রফিকুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের জোতগোকুল গ্রামের মৃত. আবদুল বারির ছেলে। রফিকুল পেশায় একজন ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান চালক।
পুলিশ ও এলাকাবাসীর ধারনা, সোমবার রাতে দুর্বৃত্তরা যাত্রী সেজে রফিকুলের ভ্যানে ওঠে। রাতের কোন এক সময়ে গলায় গামছা পেঁচিয়ে রফিকুলকে শ্বাসরোধে হত্যা করে। এরপর রাস্তার পাশে এনায়েতপুর এলাকার পুকুরে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে, ধারণা করা হচ্ছে- শ্বাসরোধে তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ পুকুরে ফেলে দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার