নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার ভিকটিমের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। সোমবার উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে রাফির (১৮) ঘরে একই বাড়ির ৪ বছরের শিশুটি খেলতে যায়। এ সুযোগে রাফি অন্য শিশুদের ঘর থেকে বের করে দিয়ে ভিকটিম শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে রাফি পালিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার