লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তৃতীয় শ্রেণির ছাত্র ইমরান হোসেন (১০) নামে এক শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠেছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি উপজেলার চলবালা ইউনিয়নের বান্দের কুড়া গ্রামের তালহা মিয়ার ছেলে। সে শিয়াল খোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ইমরান হোসেনের খোঁজ পাওয়া যায়নি। আজ দুপুরে বাড়ির নিকটস্থ একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চলবালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে শিশুটি সবার অজান্তে একাই পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়েছিল। আজ বুধবার পুকুরে মরদেহ ভেসে উঠে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শিশুটি নিখোঁজের একদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা