গাজীপুরের টঙ্গী দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় আজ মিজানুর রহমান (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সহকর্মী রতন জানান, আজও সকালে দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় পুরাতন একটি ভবন ভাঙ্গার কাজ করতে যান মিজান। পরে সকাল সাড়ে নয়টায় কাজ করার সময় ইটের ওয়াল ধসে গায়ে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি সে কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গামারি থানার মুক্তি বাজার গ্রামের হবি মোল্লার ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার