কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ১ নম্বর কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৃথক দুটি স্থানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদের নেতৃত্বাধীন গ্রুপটির সম্মেলন হয় হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে। সম্মেলন উদ্বোধন করেন নাসিরুল ইসলাম খান আওলাদ।
প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। পরে আলী আসকর খোকনকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
অপরদিকে, একই সময়ে তৃণমূল ও ত্যাগী নেতাদের ব্যানারে পাল্টা সম্মেলন হয় খিরারচর বাজারে। এ সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফী।
প্রধান বক্তা ছিলেন ভাষা সৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জামিল আনসারী। সম্মেলনে ইউনিয়ন কমিটির সাবেকসহ সভাপতি আহসান হাবীবকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আল আমীন লিটনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
পাল্টা সম্মেলনের ব্যাপারে জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফী বলেন, নাসিরুল ইসলাম খান আওলাদ অনুপ্রবেশকারীদের নিয়ে সম্মেলন করেছেন। তার ঘোষিত ইউনিয়ন কমিটির সভাপতি আলী আসকর খোকন জাতীয় পার্টি থেকে আসা নব্য আওয়ামী লীগার।
নাসিরুল ইসলাম খান আওলাদ টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদেরকে দলে এনে পদ দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে নাসিরুল ইসলাম খান আওলাদ বলেন, বিভিন্ন অভিযোগে বহিষ্কৃতরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। অনুপ্রবেশকারী প্রসঙ্গে তিনি জানান, নবগঠিত কমিটির সভাপতি আলী আসকর খোকনের বাবা জাতীয় পার্টি করতেন।
বিডি প্রতিদিন/এমআই