দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিশকাত রহমান মিশু নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মিশকাত চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের জোত রামধনপুর গ্রামের মো. মুসাবউদ্দিনের ছেলে এবং হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের জোত রামধনপুর গ্রামের তার নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় মিশকাত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কারও আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা