কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেল ৫টায় এ তফসিল ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন কমিশন। ইউনিয়নগুলো হলো দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চরশৌলমারী ইউনিয়ন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর।
তফসিল ঘোষণায় বলা হয়েছে, বিধি ১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২০ নভেম্বর, দায়েরকৃত আপিল ২২ নভেম্বর তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আল ইমরান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ডিসেম্বর এ তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই