পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া গ্রামে সোবাহান হাওলাদার নামের ১০৭ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে।
এ ঘটনায় পুলিশ বৃদ্ধ সোবাহানের লাশ বুধবার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে মৃত সোহাবানের ছেলে মো. ফারুক হাওলাদার বাবাকে মঙ্গলবার সন্ধ্যায় ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশে বাগানে গাছের সাথে সোবাহান হাওলাদারের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা গলাচিপা থানার এসআই ময়ল কৃষ্ণ দে জানান, শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয় গলাচিপা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর